গোয়েন্দা বিভাগের ১৬০০ পদের গ্রুপ সি ও MTS পদে নিয়োগ- Intelligence Bureau Recruitment-2023-1671 Post.

গোয়েন্দা বিভাগের ১৬০০ পদের গ্রুপ সি ও MTS পদে নিয়োগ- Intelligence Bureau Recruitment-2023-1671 Post.

পশ্চিমবঙ্গ সহ সারা ভারত বর্ষ জুড়ে গোয়েন্দা বিভাগ থেকে এক নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে প্রায় ১৬০০ পদে কর্মী নিয়োগ করছেন গ্রুপ সি ও এমটিএস MTSপদে। চাকরিপ্রার্থীদের জন্য এখানে একটি দারুণ সুযোগ এখানে মাত্র মাধ্যমিক পাস হলেই চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন। যে সমস্ত চাকরিপ্রার্থী মাধ্যমিক পাস হয়ে আছেন এবং আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য নিচে বিস্তারিত ভাবে বিষয়বস্তু আলোচনা করা হলো।

Intelligence Bureau Recruitment-2023-1671 Post.

Join Our WhatsApp Group Click here
Join Our Telegram Group Click here
Join Our Facebook Page Click here

পদের নাম-এখানে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে প্রধান দু ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে সেটি হল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং স্টাফ তথা জেনারেল।

মোট শূন্যপদ-নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে সর্বম োট 1671 টি শূন্য পদ রয়েছে যার মধ্যে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট ১৫২১ জন মাল্টি টাস্কিং জেনারেল ১৫০ জন এছাড়াও সবমিলিয়ে 1671 পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাতে ইচ্ছুক তাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকতে হবে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে। এছাড়াও উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরাও এখানে আবেদন জানাতে পারবেন।

বয়সসীমা-নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে চাকরিপ্রার্থী ন্যূনতম বয়স ১৮ হতে হবে এবং সর্বোচ্চ বয়স 27 বছর হলে আবেদন জানাতে পারবেন।

আবেদনের সময়সীমা-আগ্রহী প্রার্থীরা এখানে আগামী ১০/২/২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

মাসিক বেতন-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে নিয়োগ করা হবে তাদের শূন্য পদ অনুযায়ী বেতন দেওয়া হবে এক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পদে সর্বনিম্ন বেতন ২১,৭০০-/ টাকা দিয়ে শুরু হচ্ছে এবং মাল্টিটাক স্ক্রিন জেনারেল পদের ক্ষেত্রে সর্বনিম্ন বেতন ১৮০০০ থেকে শুরু হবে।

আবেদন পদ্ধতি-আগ্রহী প্রার্থীদের এখানে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে 

১-সর্বপ্রথম নিয়োগ সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।

২-অনলাইন লিংকে ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে সেখানে আপনার সমস্ত তথ্য দিয়ে ওই আবেদন পত্রটি পূরণ করতে হবে।

৩-আবেদনপত্র পূরণ হওয়ার পর পরের অবসানে গেলে আপনার কিছু ডকুমেন্টস বা সিগনেচার আপলোড চাইবে সেগুলি অবশ্যই আপলোড করবেন।

৪-সমস্ত তথ্য এবং ডকুমেন্টস আপলোড হওয়ার পর নিচে দেওয়া সাবমিট পঠন ক্লিক করলে আপনার আবেদন পত্রটি কমপ্লিট হবে এবং অবশ্যই আবেদনের শেষে আবেদনপত্রের প্রমাণপত্র অবশ্যই প্রিন্ট আউট করে রাখবেন।

৫-আবেদনের ক্ষেত্রে সব সময় একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নাম্বার অবশ্যই দিবেন।

প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগের আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,

  • বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
  • সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট বিশেষ করে
  • মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
  • স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
  • রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
  • নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি

গোয়েন্দা বিভাগের ১৬০০ পদের গ্রুপ সি ও MTS পদে নিয়োগ- Intelligence Bureau Recruitment-2023.


OFFICIAL NOTIFICATIN-CLCIK HERE

APPLY ONLINE –CLCIK HERE

Leave a Comment