দৈনিক ৩০০০ টাকা বেতনে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ-KMC Reruitment-2022-Notification-Interbiew Schedule.

দৈনিক ৩০০০ টাকা বেতনে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ-KMC Reruitment-2022-Notification-Interbiew Schedule.

রাজ্যে এবার নতুন করে একটি চাকরির বিজ্ঞপ্তি। এবার পশ্চিমবঙ্গ রাজ্যের পৌরসভার তরফ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে বিভিন্ন পদে বিভিন্ন প্রকার নিয়োগ সম্পন্ন করা হবে। এখানে মূলত পৌরসভার তরফ থেকে স্বাস্থ্যকর্মী হিসেবে নিয়োগ করবে পশ্চিমবঙ্গ কলকাতা পৌরসভা। এই নিয়োগের বিশেষত্ব হচ্ছে এখানে কোনরকম লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ এর উপর ভিত্তি করে নিয়োগ পত্র প্রদান করা হবে। নিচে বিস্তারিতভাবে অফিসিয়াল বিজ্ঞপ্তি সমস্ত বিবরণ উল্লেখ করা হলো।

KMC Reruitment-2022-Notification-Interbiew Schedule.

আবেদন করার নিয়ম-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে আগে থেকে কোন আবেদন করতে হবে না।

*মূলত এখানে নিজের যাবতীয় সকল তথ্য আবেদনপত্রে পূরণ করতে হবে।

*আবেদনপত্রে অবশ্যই নিজের মোবাইল নাম্বার ও একটি ইমেইল ID থাকতে হবে। 

*আবেদনপত্রের সঙ্গে যুক্ত করতে হবে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।

*আবেদনপত্রের সাথে আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার রকম ডকুমেন্ট ও পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দার হিসেবে আপনার আদার বা ভোটার কার্ড প্রদান করতে হবে।

*আবেদন পত্র ও সাথে সমস্ত রকম অরজিনাল ডকুমেন্টস নিয়ে ইন্টারভিউয়ের দিন রিপোর্ট করতে হবে।

আবেদনপত্রের সাথে যে সব ডকুমেন্টস দিবেন-

  • বয়সের প্রমাণপত্র
  • স্থায়ী ঠিকানা প্রমাণপত্র হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড।
  • আপনার সমস্ত রকম শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট।
  • কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে।
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে।
  • কোনরকম ওয়ার্ক এক্সপেরিয়েন্স যদি থাকে সাথে অবশ্যই দেবেন।

পদের নাম-এই নিয়োগ প্রক্রিয়ায় যে সমস্ত পদে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হল-

  • স্পেশালিস্ট (মেডিসিন), 
  • স্পেশালিস্ট (পিডিয়াট্রিকস), 
  • স্পেশালিস্ট (জি অ্যান্ড ও), 
  • স্পেশালিস্ট (অফথালমলজিস্ট)

প্রার্থীর বয়সসীমা-চাকরিপ্রার্থী এখানে ৬২ বছরের কম হলেই আবেদন করতে পারবেন।

বেতন কাঠামো-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে নিয়োগ করা হবে তাদের দৈনিক ৩০০০ করে বেতন দেওয়া হবে।

নিয়োগ প্রক্রিয়া-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হবেন তাদের ইন্টারভিউ সফল হওয়ার পর একটি  লিস্টের মাধ্যমে চাকরিপ্রার্থীকে নিয়োগপত্র প্রদান করা হবে।

ইন্টারভিউয়ের দিন ওই স্থান-আগ্রহী প্রার্থীরা এখানে আবেদন করতে চাইলে তাদের ১৬ ডিসেম্বর ২০২২ তারিখে সকাল 11 টায় নির্দিষ্ট স্থানে পৌঁছাতে হবে।

স্থান- Room No -254, 2nd floor,PMU , Kolkata City NUHM Society, ,5 SN Banarjee Raod Kolkata 700013

দৈনিক ৩০০০ টাকা বেতনে স্বাস্থ্য বিভাগে কর্মী নিয়োগ-KMC Reruitment-2022-Notification-Interbiew Schedule.


অফিশিয়াল নিয়োগ বিজ্ঞপ্তির সমস্ত রকম খুঁটিনাটি আরো ভালোভাবে জানতে নিচে দেওয়া লিংক এর মাধ্যমে অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে একবার ভালোভাবে পড়ে নেবেন।



OFFICIAL NOTIFICATION-CLCIK HERE

Leave a Comment