ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগ ! Railway Group-D Recruitment 2022.Notification.Apply-Online.

ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগ ! Railway Group-D Recruitment 2022.Notification.Apply-Online!!

ভারতীয় রেলে গ্রুপ ডি পদে নিয়োগ ! Railway Group-D Recruitment 2022.Notification.Apply-Online.


চাকরিপ্রার্থীদের জন্য একটি নতুন চাকরির খবর । এবার ভারতীয় রেলের গ্রুপ ডি পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল ব্যবস্থা। আপনি যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তাহলে আপনি এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদনযোগ্য। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এখানে বিভিন্ন রকম গ্রুপ ডি পদে নিয়োগ করবে ভারতীয় রেল। এখানে ভারতবর্ষজুড়ে যে কোন রাজ্য থেকে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবেন। সব থেকে বড় কথা হলো এখানে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেদিন মাধ্যমিক পাস হয়ে থাকেন এবং এই নিয়োগ প্রক্রিয়া আগ্রহী হয়ে থাকেন তাহলে অফিশিয়াল নোটিফিকেশন এর যাবতীয় তথ্য ও আলোচনা নিচে বিস্তারিত ভাবে জানানো হলো। এবং অফিশিয়াল নতিফিকেশন লিংক নিচে দেওয়া হল।


পদের নাম /Post name- Railway Group-D Recruitment 2022 

ভারতীয় রেল নিয়োগ (Indian Railway Recruitment 2022) এর পক্ষ থেকে দক্ষিণ পূর্ব মধ্য রেলে (South East Central Railway) মূলত গ্রুপ ডি  Group-D পদে কর্মী নিয়োগ করা হচ্ছে।


শূন্যপদের সংখ্যা /Vacancy –Railway Group-D Recruitment 2022 :

সব মিলিয়ে 1100 এর কাছাকাছি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।

  • FITTER
  • CARPENTER
  • ELECTRICIAN
  • WELDER
  • PAINTER
  • PLUMBER
  • DIESEL MECHANIC
  • TURNER
  • WIREMAN
  • STENOGRAPHER
  • GAS CUTTER
  • HEALTH SANITARY INSPECTOR



শিক্ষাগত যোগ্যতা  /Education Qualification  –Railway Group-D Recruitment 2022 :

আপনি রেলের এই নিয়োগে অংশগ্রহণ করতে চাইলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে (Only Madhyamika Passed )।



আবেদন প্রক্রিয়া /Application Process-Railway Group-D Recruitment 2022 :

যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের আগে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন এর লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন।এক্ষেত্রে নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, ঠিকানা, জেন্ডার, বাবার নাম ইত্যাদি তথ্য দিয়ে ভালো করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে হবে।এখানে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দেবেন।তারপর আপনাকে এই মোবাইল নম্বর ও ইমেল আইডি তে আপনার রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে।যাইহোক, আবার লগইন করে বেশ কয়েকটি ডকুমেন্ট আপলোড করবেন। সঙ্গে নিজের পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার আপলোড করবেন।সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করবেন এবং আবেদন শেষে প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।



প্রয়োজনীয় ডকুমেন্ট /Documents –Railway Group-D Recruitment 2022  :

এখানে আবেদন করতে হলে যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন:

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট
  • অন্যান্য শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যদি থাকে
  • নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
  • নিজের আঁধার কার্ড কিংবা ভোটার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • অন্যান্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে



নিয়োগ প্রক্রিয়া /Selection Process-Railway Group-D Recruitment 2022 :

রেলে কর্মী নিয়োগ (Indian Railway Recruitment 2022) এর ক্ষেত্রেএখানে চাকরিপ্রার্থীদের  কোনো লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে না,আবেদনগুলো জমা পড়ার পর সেগুলি প্রথমে ভালো করে শর্ট লিস্টিং (Merit List ) করে নেওয়া হবে। এরপর শর্ট লিস্টেড প্রার্থীদের ডেকে নেওয়া হবে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে।এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, প্রার্থীদের মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর এর ভিত্তিতেই এই শর্ট লিস্টিং করা হবে।অর্থাৎ যার মাধ্যমিক পরীক্ষায় নম্বর ভালো থাকবে সে মেরিট লিস্ট এ বেশি এগিয়ে থাকবে।যাইহোক, এবার প্রার্থীদের ডেকে নেওয়া হবে একটি সাধারণ ইন্টারভিউয়ের জন্য এবং সেখানে তাদের সাধারণ কিছু প্রশ্ন করণের মধ্য দিয়ে যাচাই করে নেওয়া হবে।সঙ্গে তাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এবং শেষে প্রার্থীদের সব প্রাপ্ত নম্বর গুলি যোগ করে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা তৈরি করা হবে।সবার শেষে এই মেরিট লিস্ট অনুযায়ী প্রার্থীদের ডেকে কর্মী পদে নিয়োগ করে দেওয়া হবে।



বয়সসীমা /Age limit Railway Group-D Recruitment 2022

এখানে চাকরিপ্রার্থীদের 24 বছরের মধ্যে যেকেউ এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।SC/ST দের 5 বছরের, OBC দের 3 বছরের এবং অন্যান্য আরো রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় রয়েছে।



আবেদনের সময়সীমা /Application Start Date & End Date:

আগামী 03/06/2022 তারিখের মধ্যে আপনি অনলাইনের মাধ্যমে এই রেলের নিয়োগ এর জন্য আবেদন জানাতে পারবেন।



নিচে অফিশিয়াল নোটিফিকেশন এবং আবেদন করার লিংক দেওয়া থাকলে আপনারা সরাসরি খান থেকে আবেদন করতে পারবেন।


OFFICIAL NOTIFICATION-CLCIK HERE

APPLY ONLINE –CLCIK HERE

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *