AIIMS Kalyani নিয়োগ !!All India Institute of Medical Science The AIIMS Kalyani Recruitment-2022
রাজ্যে এবার শুরু হতে চলেছে বিরাট এক নিয়োগ প্রক্রিয়া, যার ইতিমধ্যে নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে। গত কয়েক বছর ধরে পশ্চিমবঙ্গের কল্যাণী AIIMS এর কাজ চলছে এবং আগামীতে খুব শিগগিরই শুরু হতে চলেছে চিকিৎসা ব্যবস্থা। সুচিকিৎসা ব্যবস্থাকে আরও উন্নত করতে এবং শূন্য পদ পূরণ করতে এবার All India Institute of Medical Sciences (AIIMS) Kalyani নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে । এখানে গ্রুপ সি ও ডি এছাড়া আরো অন্যান্য পদে নিয়োগ করা হবে। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আবেদন যোগ্য এবং এখানে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। অফিশিয়াল নোটিফিকেশন এর সমস্ত বিবরণ নিচে বাংলায় আলোচনা করা হলো ।
All India Institute of Medical Science The AIIMS, Kalyani invites applications from Indian Nationals for contractual engagement of various
Group-B post at AIIMS Kalyani
AIIMS Kalyani নিয়োগ !!All India Institute of Medical Science The AIIMS Kalyani Recruitment-2022
পদের নাম /Post Name: এখানে প্রচুর পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-
- (সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার-
- সামাজিক মনোবিজ্ঞানী
- ফিজিওথেরাপিস্ট
- ইলেক্ট্রোকার্ডিওগ্রাফ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
- অডিওমেট্রি টেকনিশিয়ান (ENT)
- স্পিচ থেরাপিস্ট
- বায়ো মেডিকেল ইঞ্জিনিয়ার
- স্টোর কিপার
- টেকনিক্যাল অফিসার অপথালমোলজি (প্রতিসরণ বিশেষজ্ঞ)
- কারিগরি সহকারী (অ্যানেস্থেসিওলজি)
- টেকনিক্যাল অফিসার (ডেন্টাল)/ডেন্টাল টেকনিশিয়ান
- কারিগরি সহকারী (ICU)
- OT টেকনিশিয়ান
- রেডিওগ্রাফিক টেকনিশিয়ান গ্রেড-I
- রেডিওথেরাপি টেকনিশিয়ান গ্রেড-II
- ডায়েটিশিয়ান
- টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (ENT)
- জুনিয়র অ্যাকাউন্টস অফিসার
- লাইব্রেরিয়ান গ্রেড-III
- লাইব্রেরিয়ান গ্রেড-II
- জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল)
- জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
- জুনিয়র ইঞ্জিনিয়ার (এয়ার কন্ডিশনিং অ্যান্ড রেফ্রিজারেশন)
- ম্যানেজার/সুপারভাইজার/গ্যাস অফিসার
শিক্ষাগত যোগ্যতা /Education Qualification: এখানে বিভিন্ন পদ অনুযায়ী বিভিন্ন যোগ্যতা রয়েছে উচ্চ মাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাশে বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে।
আবেদন পদ্ধতি /Application Process: যে সমস্ত চাকরিপ্রার্থী এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অনলাইন ও অফলাইন দুটো পদ্ধতির মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে ফরম ফিলাপ করতে হবে এরপর চাকরিপ্রার্থীদের ফরমটি প্রিন্ট আউট করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সেটি নিচের দেওয়া ঠিকানায় পাঠাতে হবে। চাকরি প্রার্থীরা আবেদনপত্রটি স্পিড পোস্ট এর মাধ্যমে বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। বিস্তারিত জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি পড়তে হবে।
আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ /Application Start & End date: এখানে চাকরি প্রার্থীদের অনলাইনে আবেদনের শেষ তারিখ 24/05/2022 এবং অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের 06/06/2022 তারিখের মধ্যে।
বেতন /Salary: এখানে যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরি করবেন তাদের প্রতি মাসে 43,900/- টাকা থেকে 45,300/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা /Address: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে- The Administrative Officer,
- Recruitment Cell, All India Institute of Medical Sciences, Kalyani
- NH-34 Connector, Basantapur, Saguna
- Nadia, West Bengal – 741245.
বয়স /Age Limit : যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের বয়স হতে হবে অবশ্যই 18 থেকে 40 বছরের মধ্যে।
যে সমস্ত চাকরিপ্রার্থী এই আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন ভাল করে পড়ে নেবেন এবং উপরের যাবতীয় তথ্য দেখে নেবেন।
AIIMS Kalyani নিয়োগ !!All India Institute of Medical Science The AIIMS Kalyani Recruitment-2022
Official Website –Click Here
Official Notification-Click Here