SSC Grade C & D recruitment-2023-Notification-Apply online-Last date
চাকরিপ্রার্থীদের জন্য আর একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি স্টাফ সিলেকশন SSC এর মাধ্যমে স্টোনোগ্রাফার গ্রেট সি ও ডিপদে কর্মী নিয়োগ করা হচ্ছে। আবেদন চলবে ২৩-৮-২০২৩ অবধি যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করতে ইচ্ছুক তাদের জন্য বিস্তারিত আলোচনা করা হলো।
নিয়োগ মাধ্যম –স্টাফ সিলেকশন কমিশন SSC.
পদের নাম-এখানে মূলত এস্টোনোগ্রাফার গ্রেড সি ও ডিপদে কর্মী নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্য পদ-এখানে সর্বমোট ১২০৭ কর্মী নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন জানাবেন তাদের ন্যূনতম যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ হলেই আবেদন জানাতে পারবেন।
বয়সসীমা-যে সমস্ত চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়ার আওতায় আবেদন জানাতে ইচ্ছুক তাদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়স ৩০ বছর হলে আবেদন জানাতে পারবেন। এছাড়া রিজার্ভ ক্যাটাগরির চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ বয়স এর ছাড় দেওয়া আছে।
আবেদন পদ্ধতি-যে সমস্ত চাকরিপ্রার্থী এই স্টাফ সিলেকশন কমিশন এর আওতায়ী আবেদন করতে ইচ্ছুক তাদের অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইন আবেদন জানাতে হবে।
আবেদনের সময়সীমা-এখানে ০২-০৮-২৩ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন চলবে ২৩-০৪-২৩ পর্যন্ত।
যে সমস্ত চাকরিপ্রার্থী এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করতে ইচ্ছুক, অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি একবার ভালোভাবে পড়বেন।
OFFICIAL NOTIFICATION-CLCIK HERE
Registration –CLCIK HERE
APPLY ONLINE- CLCIK HERE
MORE JOB –CLCIK HERE