হাওড়া জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ !WB Anganwadi Kormi Recruitment-2022
এবার পশ্চিমবঙ্গ রাজ্যে হাওড়া জেলাতে প্রকাশ পেয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবেন এবং অবশ্যই আবেদন পদ্ধতি ওই জেলার স্থানীয় বাসিন্দা হতে হবে। তবে নিয়োগ প্রক্রিয়া কি শুধুমাত্র চুক্তিভিত্তিক এবং নির্ধারিত প্রার্থী একটা সাম্মানিক ভাতা পাবেন এবং কোন কারণে যদি এই নিয়োগ প্রক্রিয়া প্রকল্প টি বন্ধ হয়ে যায় সে ক্ষেত্রে নিয়োগ মাধ্যম কোনরকম দায়িত্ব নেবে না।
বাসস্থান : যেসব প্রার্থী এই পদে আগ্রহী এবং আবেদন করতে চান তাহলে আপনাকে উলুবেরিয়া শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং সহায়িকা পদের প্রার্থীদের যে ওয়ার্ড এলাকায় শূন্যপথে অবস্থিত সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আবেদনকারীর বয়স: আগ্রহী আবেদনকারীর বয়স নূন্যতম 18 থেকে 45 এর মধ্যে হতে হবে এবং অবশ্যই স্থানীয় হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগ প্রক্রিয়ায় দুটি পদ রয়েছে যার মধ্যে একটিতে মাধ্যমিক পাস তার সমতুল্য লাগবে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে এবং অষ্টম পাস লাগবে অঙ্গনওয়াড়ি সহায়িকা ক্ষেত্রে।
WB Anganwadi Kormi Recruitment-2022
পদের নাম: এই নিয়োগ প্রক্রিয়ায় দু’ধরনের পদে নিয়োগ করা হবে যার মধ্যে একটি হলো অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা ।
শূন্য পদ: মোট শূন্যপদ এখানে 58 টি আছে যার মধ্যে অঙ্গনওয়াড়ি কর্মী 10 এবং অঙ্গনওয়াড়ি সহায়িকার 48 ।
আবেদন প্রক্রিয়া: এখানে আপনি যদি আগ্রহী হয়ে থাকেন আবেদন করার জন্য তাহলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন ফরম জমা করতে হবে। নিচে দেওয়া আবেদনপত্রটি ডাউনলোড করে কিংবা অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটি ভালোভাবে ফিলাপ করে এবং যাবতীয় ডকুমেন্টস একসাথে সেট করে তা নির্দিষ্ট জায়গায় পাঠাতে হবে।
আবেদনপত্র জমা করার ঠিকানা:
শিশু বিকাশ প্রকল্প অধিকারক
উলুবেরিয়া শিশু বিকাশ প্রকল্প
হাওড়া।
নিত্য প্রয়োজনীয় ডকুমেন্টস: যে সমস্ত ডকুমেন্টস এ নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে জমা করতে হবে তা হল-
- প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা
- প্রার্থীর বয়সের সার্টিফিকেট
- প্রার্থীর জাতিগত সার্টিফিকেট
- প্রার্থীর সম্প্রতি তোলা দুটি পাসপোর্ট সাইজের ফটো
- ভোটার আইডি বা আধার কার্ড
- প্রার্থীর নাম ও ঠিকানা সম্বলিত একটি ছয় টাকার ডাক টিকিট
WB Anganwadi Kormi Recruitment-2022
নির্বাচন প্রক্রিয়া: নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে হবে যার মধ্যে লিখিত পরীক্ষায় পূর্ণমান 90 থাকবে এবং মৌখিক পরীক্ষায় পূর্ণমান 10 থাকবে।
এইরকম আপনার জেলার খবর পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন। আমরা এখানে প্রত্যেকটি জেলার খবর নির্দিষ্টভাবে দিয়ে থাকি।
WB Anganwadi Kormi Recruitment-2022
OFFICIAL NOTIFICATION -CLCIK HERE
APPLICATION FORM –CLICK HERE