গ্রুপ C ও গ্রুপ D পদে পশ্চিমবঙ্গ স্কুলে কর্মী নিয়োগ শুরু ! WB Group-C&D School Recruitment 2024 Apply Now

গ্রুপ C ও গ্রুপ D পদে পশ্চিমবঙ্গ স্কুলে কর্মী নিয়োগ শুরু ! WB Group-C&D School Recruitment 2024 Apply Now

WB group C and group D recruitment 2024.

পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য একটি দারুণ সুখবর এবার রাজ্যের এক স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি পদের জন্য এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে পশ্চিমবঙ্গের ২৩ টি জেলা থেকে চাকরিপ্রার্থী আবেদন করতে পারবেন।এখানে পুরুষ ও মহিলা উভয়ে আবেদনযোগ্য তাহলে আর দেরি কেন এখনি আবেদন করে ফেলুন।

পদের নাম-এখানে মূলত টিচিং স্টাফ ও নন টিচিং স্টাফ পদে নিয়োগ করা হবে।

বয়স সীমা-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের বয়স এক আগস্ট ২০২৪ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৬২ বছরের মধ্যে হতে হবে।

বেতন সীমা-আবেদন করার পর যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে নিযুক্ত হবেন তাদের বেতন জানার জন্য অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি একবার ভালোভাবে পড়ে নিবেন।

আবেদন পদ্ধতি-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের আগে থেকেই আবেদন জানাতে হবে না শুধুমাত্র সরাসরি ইন্টারভিউয়ের দিন যাবতীয় ডকুমেন্টস নিয়ে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ যাবার আগে অবশ্যই অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।

ইন্টারভিউ এর সময়– সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন বা ইন্টারভিউ উপস্থিত হবেন তাদের আগামী ১২ ই আগস্ট ২০২৪ ভিডিও অফিসে ইন্টারভিউ এর জন্য উপস্থিত হতে পারবেন সময় সকাল দশটায়। বিশদ জানতে অবশ্যই নিচে দেওয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি পড়ে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা West Bengal group-C & group-D school recruitment 2024-এখানে শুধুমাত্র অবসর সরকারি প্রাপ্ত কর্মীরাই আবেদনের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন তাই আবেদন করবার পূর্বে অবশ্যই ভালোভাবে বিজ্ঞপ্তিটি পড়বেন।

NotificationDownload
New JobClickHere

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *