পশ্চিমবঙ্গে 7 টি জেলা থেকে নিয়োগ !দার্জিলিং-দক্ষিণ দিনাজপুর-মুর্শিদাবাদ-পূর্ব মেদিনীপুর-পশিম বর্ধমান-হুগলি-হাওড়া ! Wb Center Administrator & Case Worker Recruitment!

পশ্চিমবঙ্গে 7 টি জেলা থেকে নিয়োগ !দার্জিলিং-দক্ষিণ দিনাজপুর-মুর্শিদাবাদ-পূর্ব মেদিনীপুর-পশিম বর্ধমান-হুগলি-হাওড়া ! Wb Center Administrator & Case Worker Recruitment!


পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য দারুন একটি সুখবর এবার প্রত্যেক জেলা থেকে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে জেলার ডিএম অফিসের আওতায় বিভিন্ন পদের নিয়োগ করছে। যে সমস্ত চাকরিপ্রার্থী মধ্যে উচ্চ মাধ্যমিক পাশ হয়ে থাকেন তারা অবশ্যই আবেদন যোগ্য । পশ্চিমবঙ্গের 23 টি জেলার থেকেই নিয়োগ প্রক্রিয়া গুলো চলছে কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। যে সমস্ত চাকরি প্রার্থী এই চাকরি করতে আগ্রহী এবং জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাদের জন্য একটি সুন্দর খবর। আবেদন করতে এবং জেলার জেলার খবর পেতে নিচের দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া থাকলো । এবং নিয়োগ-প্রক্রিয়া যাবতীয় তথ্য নিচে আলোচনা করা হলো।

পশ্চিমবঙ্গে 7 টি জেলা থেকে নিয়োগ !দার্জিলিং-দক্ষিণ দিনাজপুর-মুর্শিদাবাদ-পূর্ব মেদিনীপুর-পশিম বর্ধমান-হুগলি-হাওড়া ! Wb Center Administrator & Case Worker Recruitment!




পদের নাম/Post Name: পশ্চিমবঙ্গের জেলার ডিএম অফিসের তরফ এ পশ্চিমবঙ্গের সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে গ্রুপ সি পদে কর্মী নিয়োগ করা হবে। যে সমস্ত পদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল- 1-Center Administrator 2-Case Worker 


শিক্ষাগত যোগ্যতা /Educational Qualification: এখানে Center Administratorপদে চাকরি করতে গেলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে Post Graduate  পাস এবং Case Worker পদে চাকরি করতে গেলে চাকরি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা হতে হবে শুধুমাত্র Graduate।


আবেদন পদ্ধতি/Application PRCOESS : চাকরিপ্রার্থীদের এখানে 07 জেলায় অনলাইনের মাধ্যমে এবং বেশ কিছু জেলায় অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।


অনলাইনে আবেদন পদ্ধতি /Process : চাকরি প্রার্থীরা প্রত্যেকটি জেলার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিশিয়াল নোটিফিকেশন (Official Notification Center Administrator & Case Worker )  ডাউনলোড করে অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যে আবেদন করার লিংক পেয়ে যাবেন অথবা চাকরি প্রার্থীরা তাদের নিজস্ব জেলার অফিশিয়াল ওয়েবসাইট থেকেও অনলাইনে আবেদন করতে পারবেন।


পশ্চিমবঙ্গে 7 টি জেলা থেকে নিয়োগ !দার্জিলিং-দক্ষিণ দিনাজপুর-মুর্শিদাবাদ-পূর্ব মেদিনীপুর-পশিম বর্ধমান-হুগলি-হাওড়া ! Wb Center Administrator & Case Worker Recruitment!


অফলাইনে আবেদন পদ্ধতি /Offline Process:


Step-1.এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থী যে জেলার বাসিন্দা সেই জেলার অফিশিয়াল নোটিফিকেশন থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে।

Step-2. অফিশিয়াল নোটিফিকেশন এর মধ্যেই চাকরিপ্রার্থীরা আবেদনপত্রটি পেয়ে যাবেন সেটি ডাউনলোড করে প্রিন্ট আউট করতে হবে।

Step-3. সেই আবেদনপত্রটি ভালো করে ফিলাপ করে এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস সংযুক্ত করতে হবে।

Step-4. আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনাদের জমা দিতে হবে 

Step-5. এরপর চাকরিপ্রার্থীদের আবেদনপত্রটি কে একটি খামে ভরে সেটি সংশ্লিষ্ট চাকরিপ্রার্থীদের নিজস্ব জেলার ডিএম অফিসের তরফ সংশ্লিষ্ট সোশ্যাল ওয়েলফেয়ার সেকশনে (To the District Social Welfare Officer, Social Welfare Section,) রেজিস্টার পোস্ট অথবা স্পিড পোস্ট এর মাধ্যমে জমা দিতে হবে।


আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস জমা দেবেন:

  • মাধ্যমিকের এডমিট কার্ড /10th Admit Card
  • সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট /All Educational Qualification
  • কাস্ট সার্টিফিকেট /Caste Certificate
  • পরিচয় পত্র হিসেবে আধার কার্ড অথবা ভোটার কার্ড /Identity Proof
  • বয়সের প্রমাণপত্র /Age Proof
  • পাসপোর্ট সাইজের ফটোকপি /Passport size photo
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) /Experience Certificate


আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ /Application Start date and End date : যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করতে ইচ্ছুক তাদের 31 মে 2022 (31-05-2022 ) তারিখের মধ্যে আবেদনপত্রটি জমা করে দিতে হবে।


বয়সসীমা /Age limit of the applicant: যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে অবশ্যই 18 – 45 বছরের মধ্যে।


বেতন /Mothly Salary: এখানে চাকরি করলে চাকরিপ্রার্থীকে প্রতিমাসে RS-30,000/- টাকা করে বেতন দেওয়া হবে For Center Administrator & Rs-15,000/-  For Case Worker 


পশ্চিমবঙ্গে 7 টি জেলা থেকে নিয়োগ !দার্জিলিং-দক্ষিণ দিনাজপুর-মুর্শিদাবাদ-পূর্ব মেদিনীপুর-পশিম বর্ধমান-হুগলি-হাওড়া ! Wb Center Administrator & Case Worker Recruitment!


নিয়োগ পদ্ধতি Selection process: এখানে চাকরি প্রার্থীদের কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি নিয়োগ করা হবে। এখানে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউর  (Computer Test & Interview ) মাধ্যমে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতার উপর চাকরিপ্রার্থীদের 30 নাম্বার দেওয়া হবে কম্পিউটার চেষ্টার উপর চাকরিপ্রার্থীদের 15 নাম্বার দেওয়া হবে এবং ইন্টারভিউ এর উপর চাকরিপ্রার্থীদের 5 নাম্বার দেওয়া হবে।


আবেদনপত্রটি জমা করার স্থান /Application To be Submitted: চাকরি প্রার্থীরা অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড করলে তার মধ্যেই নিজের জেলার আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি পেয়ে যাবেন। আবেদনপত্রটি জমা করতে হবে প্রত্যেকটি জেলায় চাকরিপ্রার্থীদের নিজস্ব ডিএম অফিসে 


নিচে প্রত্যেকটি জেলার অফিশিয়াল নোটিফিকেশন আলাদা আলাদাভাবে দাওয়া থাকলো আবেদন করার পূর্বে অবশ্যই ভালোভাবে দেখে নিবেন।


পশ্চিমবঙ্গে 7 টি জেলা থেকে নিয়োগ !দার্জিলিং-দক্ষিণ দিনাজপুর-মুর্শিদাবাদ-পূর্ব মেদিনীপুর-পশিম বর্ধমান-হুগলি-হাওড়া ! Wb Center Administrator & Case Worker Recruitment!


Daskhin Dinajpur- Click Here

Darjeeling –Click Here

Murshidabad-Click Here

Pashim Bardhaman Click Here

Hooghly Click Here

Purba Midinipur Click Here

Howrah Click Here


Leave a Comment