পশ্চিমবঙ্গ রাজ্যে স্বাস্থ্য কর্মী নিয়োগ ! Alipurduar ! WB Health Workers Recruitment-2022!
পশ্চিমবঙ্গ রাজ্যে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রায় প্রত্যেকটি জেলা থেকে স্বাস্থ্য বিভাগের কর্মী নিয়োগ চলছে। এবার পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলায় ব্লক স্তরে একটি চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদনযোগ্য। এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। যদি কোন চাকরি প্রার্থী আলিপুরদুয়ার জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন এবং এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টির বিস্তারিত আলোচনা নিচে করা হলো।
Details_পশ্চিমবঙ্গ রাজ্যে স্বাস্থ্য কর্মী নিয়োগ ! Alipurduar ! WB Health Workers Recruitment-2022!
শূন্যপদের নাম/(WB Health Workers): স্বাস্থ্য কর্মী
মোট শূন্যপদ /(WB Health Workers): বিজ্ঞপ্তি অনুযায়ী শতাধিক শূন্য পদে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে।
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা /(WB Health Workers) : রাজ্যের জেলার প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্য কর্মী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শুধু মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা থাকলে আবেদন করতে পারবে।যেহেতু বিভিন্ন বিডিও অফিস গুলিতে স্বাস্থ্য কর্মী নিয়োগ করা হবে, তাই এই পদের ক্ষেত্রে শুধু মহিলারাই আবেদন করতে পারবে এবং অবশ্যই তাদের হতে হবে বিবাহিত/বিবাহবিচ্ছেদ/ বিধবা।
আবেদনকারীর বয়সসীমা /(WB Health Workers):আবেদনকারীর সাধারণত বয়স হতে হবে 30 বছর থেকে 40 বছরের মধ্যে এছাড়াও OBC,SC,ST ও PH সংরক্ষিত মহিলারা 22 বছর হলে আবেদন করতে পারবে।
অফলাইন আবেদন জমা করার শেষ তারিখ /(WB Health Workers): অফলাইন আবেদন গ্রহন শুরু হয়ে গেছে এবং আবেদন গ্রহনের শেষ তারিখ 27-05-2022 পর্যন্ত নোটিশে উল্লেখিত অফিসে সপ্তাহে সোমবার থেকে শুক্রবার সকাল 11 টা থেকে বিকেল 3 টা পর্যন্ত।
Documents Need to Submit During Application_
- বয়সের প্রমাণপত্র / মাধ্যমিক এডমিট কার্ড
- যোগ্যতার সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি
- কাস্ট সার্টিফিকেট(যদি থাকে)
- বাসিন্দা প্রমান ( ভোটার কার্ড)
- পাসপোর্ট সাইজের ছবি (রঙ্গিন)
- আধার / ভোটার কার্ড
- বিবাহিত /বিবাহ বিচ্ছেদ /বিধবা প্রমাণ ( সরকারি)
- টাকার পোস্টাল স্ট্যাম্প
নিয়োগ প্রক্রিয়া /(WB Health Workers): বিডিও শূন্যপদ অনুযায়ী মেরিট লিস্ট তৈরি করা হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন করে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
এইরকম আপনার জেলার সরকারি ও বেসরকারি চাকরির খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং পেয়ে যান আপনার জেলার চাকরির খবর।