পশ্চিমবঙ্গ রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ !West Bengal Civic Volunteer Recruitment 2022
পশ্চিমবঙ্গ রাজ্যে আরেকটি নতুন দারুণ সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্যে এবার নূন্যতম যোগ্যতা এই রাজ্যের প্রতিটি জেলা থেকে নিয়োগ করতে চলেছে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ। এই মুহূর্তে এই নিয়োগ-প্রক্রিয়ার অফিশিয়াল নোটিফিকেশন বার হয়ে গেছে। এখানে সবথেকে ন্যূনতম যোগ্যতা এ নিয়োগ করা হবে আপনি যদি এইট পাস হয়ে থাকেন তাহলে আবেদনযোগ্য। আপনি যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অফিশিয়াল নোটিফিকেশন এর সমস্ত খুঁটিনাটি বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো এবং অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড লিংক নিচে দেওয়া থাকলো।
Brief Description_
West Bengal Civic Volunteer Recruitment 2022-Post Name
West Bengal Civic Volunteer Recruitment 2022- Qualification
West Bengal Civic Volunteer Recruitment 2022-Application Process
West Bengal Civic Volunteer Recruitment 2022-Required Documents
West Bengal Civic Volunteer Recruitment 2022-Selection Method
West Bengal Civic Volunteer Recruitment 2022-Salary
West Bengal Civic Volunteer Recruitment 2022-Applicatioon Date
পদের নাম: এখানে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer )পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: রাজ্যের যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম সপ্তম কিংবা অষ্টম পাশ (VII &VIII ) করে থাকলেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে আপনি মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাশ করে থাকলে আপনাকে নিয়োগের ক্ষেত্রে এক্সট্রা প্রেফারেন্স দেওয়া হবে।
বয়সসীমা: রাজ্যের এই সুবিশাল সরকারি চাকরি (WB Govt Job RECRUITMENT 2022) তথা সিভিক ভলেন্টিয়ার পদে নিয়োগে আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। এখানে সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি: নিম্নলিখিত কয়েকটি ধাপে মূলত অফলাইনের মাধ্যমে (Offline )খুব সহজেই আপনি এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
Application process 1. সবার প্রথমে আপনাকে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নিতে হবে।
Application process 2. সেক্ষেত্রে আপনি আবেদনপত্রটি নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সেটি একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
Application process 3. তারপর আবেদনপত্রটি নিজের যাবতীয় কার্যকলাপের প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন।
Application process 4. এখানে নিজের নাম, বাবা অথবা স্বামীর নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আবেদনপত্রটি পূরণ করে ফেলুন।
Application process 5. তারপর প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি ভালো করে জেরক্স এবং সই করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করে দিন।
Application process 6. সবার শেষে এগুলি একটি খামের মধ্যে ভরে তা একটি নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
- বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট কিংবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- সপ্তম কিংবা অষ্টম কিংবা মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
- ভোটার কিংবা আঁধার কার্ড বাসিন্দার প্রমাণপত্র হিসেবে
- নিজের রঙিন পাসপোর্ট সাইজের ফটো
- নিজের কাস্ট সার্টিফিকেট যদি থাকে
- কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগ প্রক্রিয়া: কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। নিয়োগ হবে একদম সরাসরি।
- Selection Process 1. ইন্টারভিউয়ে প্রার্থীদের সাধারণ প্রশ্ন করণের মধ্যে দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে।
- Selection Process 2. তারপর প্রার্থীদের পারফরম্যান্স এর ওপর ভিত্তি করে তাদের নম্বর প্রদান করা হবে।
- Selection Process 3. এরপর এই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তৈরি করে নেওয়া হবে একটি মেরিট লিস্ট তথা মেধা তালিকা।
- Selection Process 4. সবার শেষে এই মেধা তালিকা অনুযায়ী প্রার্থীদের ডেকে সরাসরি সিভিক ভলেন্টিয়ার কর্মী পদে নিযুক্ত করা হবে।
আপনি যদি চাকরিপ্রার্থী হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা ভাবেন তাহলে আবেদনযোগ্য নিচে জমিনের উপরে লিংক দেওয়া থাকলো বিস্তারিত জানতে ডাঊনলোড করুন।
পশ্চিমবঙ্গ রাজ্যে ভলেন্টিয়ার পদে কর্মী নিয়োগ !West Bengal Civic Volunteer Recruitment 2022
OFFICIAL NOTIFICATION –CLCIK HERE
APPLICATION FORM –CLCIK HERE