মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাংকে 9000 নিয়োগ !Axis Bank Recruitment-2022!

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাংকে 9000 নিয়োগ !Axis Bank Recruitment-2022!

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাংকে 9000 নিয়োগ !Axis Bank Recruitment-2022!


এবার পশ্চিমবঙ্গ রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রচুর ভ্যাকেন্সি। নিয়োগ করছে ভারতীয় অ্যাক্সিস ব্যাঙ্ক। সম্প্রতি ভারতীয় অ্যাক্সিস ব্যাঙ্ক পশ্চিমবঙ্গ রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে এখানে মাধ্যমিক পাস উচ্চমাধ্যমিক পাশ ও পাশ চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে চাকরিপ্রার্থীর মেধা ও কোয়ালিফিকেশন অনুযায়ী। কোনরকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধু ইন্টারভিউ এর দ্বারা প্রার্থী বাছাই করা হবে । যে সমস্ত চাকরিপ্রার্থী ব্যাংকে চাকরি করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া সমস্ত বিস্তারিত আলোচনা দেখে নিন এবং অফিশিয়াল লিংকে গিয়ে এপ্লাই করুন।


পদের নাম:   এখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি সহ আরও বিভিন্ন পদে ব্যাংকের কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। নিচে বেশকিছু শূন্য পদের নাম দেওয়া হলো এগুলো ছাড়াও আরো অনেক শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে। যেসব শূন্যপদে এখানে কর্মী নিয়োগ করা হবে সেগুলি হল-

  • Banking unit RO
  • RB-LL
  • Officer sales SA
  • Relationship officer RO
  • Branch relationship officer
  • Regional business manager
  • Regional business officer
  • Customer sales manager
  • Officer sales
  • Business loan officer
  • CSO
  • Assistant manager
  • RL
  • SBB


মোট শূন্যপদ :   এখানে মোট 9,000 বেশি শূন্য পদ রয়েছে। এখানে পুরুষ মহিলা সকল চাকরিপ্রার্থী চাকরি করতে পারবেন।


শিক্ষাগত যোগ্যতা: গ্রুপ ডি পদে চাকরি করতে হলে চাকরি প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও এখানে অন্যান্য পদে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে উচ্চমাধ্যমিক পাশ থেকে শুরু করে গ্রাজুয়েশন পাশ করতে হবে । এখানে যোগ্যতা অনুযায়ী ভিন্ন ভিন্ন পদ রয়েছে। আপনি যে পদে আবেদন করবেন সেই পদে আবেদন করার আগে অবশ্যই শিক্ষাগত যোগ্যতা দেখে তবেই আবেদন করবেন।


বয়স: এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীর বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে


আবেদন মূল্য:  এখানে সম্পূর্ণ বিনামূল্যে চাকরিপ্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনরকম আবেদন ফি লাগবে না ।


বেতন:  যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করবেন তাদের প্রতি মাসে 18,000/- টাকা থেকে 25,000/- টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও প্রতিবছর বেতন বৃদ্ধির সুবিধা আছে ও যোগ্যতা এবং অভিজ্ঞতা অনুযায়ী প্রমোশনের সুবিধা আছে।


নিয়োগ পদ্ধতি :  যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের ইমেইলের মাধ্যমে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউতে পাশ করলে চাকরিপ্রার্থীদের ট্রেনিং করানো হবে এবং ট্রেনিং শেষে চাকরিপ্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে।


আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে এ নিয়োগ প্রক্রিয়া আবেদন হবে যে সমস্ত চাকরি প্রার্থীর আবেদন করতে ইচ্ছুক তারা নিচে দেওয়া নিয়মটি ফলো করুন।


*এখানে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে প্রথমে একটি বায়ো ডাটা বানাতে হবে এবং সেই বায়ো-ডাটা অনলাইনের মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আপলোড করতে হবে।


*বায়ো ডাটা মধ্যে সমস্ত ডিটেইলস লিখতে হবে এবং বায়ো ডাটা আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার সমস্ত ডিটেইলস পূরণ হয়ে যাবে।


*আপনারা অ্যাক্সিস ব্যাংকের জন্য আবেদন করতে পারবেন Axis Bank Careers লিখে গুগলে সার্চ দিলে

বায়ো ডাটা মধ্যে  দিতে হবে:

*বায়ো ডাটা উপরের ডানদিকে আপনার পাসপোর্ট সাইজের ফটোকপি লাগাতে হবে।

*বায়ো ডাটার মধ্যে আপনার নাম-ঠিকানা এবং আপনার শিক্ষাগত যোগ্যতা ভালোভাবে লিখতে হবে।

*বায়ো ডাটা মধ্যে আপনার ফোন নাম্বার ও ইমেইল আইডি অবশ্যই উল্লেখ করতে হবে।

*আপনার যদি কোনো এক্সট্রা যোগ্যতা বা অভিজ্ঞতা থাকে তাহলে সেটা উল্লেখ করবেন।


ইন্টারভিউয়ের সময় যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাবেন:

*আপনার বায়ো ডাটা

*আপনার সমস্ত শিক্ষাগতযোগ্যতার ডকুমেন্ট

*মাধ্যমিকের এডমিট কার্ড

*পাসপোর্ট সাইজের ফটোকপি


যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে চাকরি করতে ইচ্ছুক তারা অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন অথবা নিচের দেওয়া লিংকে ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন।


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশে Axis ব্যাংকে 9000 নিয়োগ !Axis Bank Recruitment-2022!


APPLY ONLINE-CLCK HERE

OFFICIAL WEBSITE –CLICK HERE


Leave a Comment