Big breaking news এ মুহূর্তে সবথেকে বড় খবর হলো ১৯১১ জন গ্রুপ ডি চাকরি প্রার্থীর চাকরি বাতিল। বেআইনি OMR জমা করে চাকরিতে নিয়োগ করা প্রার্থী এখন কিস্তিতে ফেরত করবে বেতনের টাকা।
গতকাল বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী স্কুল সার্ভিস কমিশন কে নির্দেশ দেন অযোগ্য প্রার্থীদের চাকরি বাতিলের জন্য। সেই নির্দেশনার ভিত্তিতে স্কুল সার্ভিস কমিশন ১৯১১ জন প্রার্থীকে সাসপেন্ড করে লিস্ট প্রকাশ করেন।
গত বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী স্কুল সার্ভিস কমিশনকে অযোগ্য প্রার্থীদের বাতিলের জন্য ২৪ ঘন্টা সময় দেন। 24 ঘণ্টার মধ্যে স্কুল সার্ভিস কমিশন কোর্টে জমা করেন ১৯১১ জন প্রার্থীর হলফনামা। ওই পেরিপেক্ষিতে অভিজত গাঙ্গুলী ওরা নির্দেশনার মাধ্যমে এসএসসিকে নির্দেশনা দেন চাকরি বাতিলের এবং বেতনের টাকা ফেরানোর।
তারপরের দিনই এসএসসি কর্তৃপক্ষের দ্বারা ১৯১১ জনের চাকরি বাতিলের list পোর্টালে আপলোড করেন।
এই পরিপ্রেক্ষিতে ওয়েটিং লিস্ট (Waiting List )চাকরিপ্রার্থীদের এক দারুন সুযোগ করে দিলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলী।
Group-D 1911 Cancelled List-HERE