রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি নিয়োগ !Wb Swastho Sathi Group-C Recruitment- 2022!

রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি নিয়োগ !Wb Swastho Sathi Group-C Recruitment- 2022!


পশ্চিমবঙ্গ রাজ্য তরফ থেকে আরেকটি নতুন বিজ্ঞপ্তি। এবার রাজ্যে স্বাস্থ্যব্যবস্থা আরও সুবিধা করতে প্রত্যেক ডিস্ট্রিক থেকে একজন করে ডিসটিক কো-অর্ডিনেটর পদে নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। যার ইতিমধ্যে নর্থ 24 পরগনা জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নিয়োগ করা হবে। এখানে চাকরিপ্রার্থী পশ্চিমবঙ্গের যেকোনো স্থান থেকে আবেদন করতে পারবেন এবং ছেলে ও মেয়ে উভয় আবেদন যোগ্য। অফিশিয়াল নোটিফিকেশন এ সমস্ত বিবরণ নিচে বিস্তারিত আলোচনা করা হলো।

রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি নিয়োগ !Wb Swastho Sathi Group-C Recruitment- 2022!



রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি নিয়োগ !Wb Swastho Sathi Group-C Recruitment- 2022!


পদের নাম /Post Name: রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে গ্রুপ সি (Group-c ) লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা/Educational Qualification : এই পদের ক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে মাধ্যমিক / উচ্চ মাধ্যমিক / গ্রেজুয়েট পাশ করতে হবে।

Application Process –যে সকল চাকরি প্রার্থী রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি লেভেলের পদে আবেদন করতে ইচ্ছুক তাদের অফলাইনের (Offline ) মাধ্যমে আবেদন করতে হবে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করার লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে তারপর নিজের সমস্ত ডিটেইলস পূরণ করে তার সঙ্গে নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে।


যে ডকুমেন্টস জমা করবেন:= 

  • Madhyamika Admit Card/ মাধ্যমিক পরীক্ষার এডমিট বা বয়সের প্রমাণপত্র 
  • Educational Qualification /শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 
  • Caste Certificate/জাতিগত সংশয় পত্র 
  • Aadhaar Card /আধার বা ভোটার কার্ড
  • Passport Size Color Photo /পাসপোর্ট সাইজের রঙিন ছবি 
  • Work Experience /কাজের অভিজ্ঞতা যদি থাকে

উপরে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস এর জেরক্স কপি আবেদন পত্রের সঙ্গে জমা করবেন। 

নিয়োগ প্রক্রিয়া /Selection Process : দুটি প্রক্রিয়ায় নিয়োগ করা হবে। প্রথমে MCQ Type প্রশ্নের লিখিত পরীক্ষা ও পরে ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউ ও নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত আপডেট অফিসিয়াল ওয়েবসাইট এ বা অফিসিয়াল নোটিশ প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।

মাসিক বেতন /Monthly Salary : এই পদে নিযুক্ত হলে মাসিক বেতন দেওয়া হবে  Rs-25,600 টাকা।


আবেদনকারীর বয়সসীমা /Age Limit Of the Applicant: যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 40 বছরের নিচে। এছাড়াও যারা বিভিন্ন সংরক্ষিত জাতির মধ্যে পরে তাদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদনের শেষ তারিখ/Application Last Date : যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক তারা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে 10/06/2022 তারিখ পর্যন্ত।


আবেদনের জন্য আরো ভালোভাবে বিস্তারিত জানতে নিচের অফিশিয়াল নোটিফিকেশনের ডাউনলোড লিংক দেওয়া থাকলে অবশ্যই বিস্তারিতভাবে জানতে পারবেন।


রাজ্য স্বাস্থ্য সাথী প্রকল্পে গ্রুপ সি নিয়োগ !Wb Swastho Sathi Group-C Recruitment- 2022!


OFFICIAL NOTIFICATION –CLCIK HERE

OFFICIAL WEBSITE-CLCIK HERE

Leave a Comment