নতুন করে রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবেন শুন্য ৬০০+ আছে।anganwadi helper recruitment 2024 west bengal

রাজ্যের চাকরিপ্রার্থীদের দারুন সুখবর আপনি উচ্চমাধ্যমিক পাশ করা থাকলেই আবেদন করতে পারবেন এই চাকরিতে। পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলায় একটি অঙ্গনারী কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে যেখানে ৬০০ পদেরও বেশি শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে। যে সমস্ত চাকরিপ্রার্থী বাঁকুড়া জেলার অন্তর্গত এবং উচ্চ মাধ্যমিক পাস সেই সমস্ত মহিলা চাকরি পর্থীগণ এই চাকরিতে আবেদন করতে পারবেন নিচে বিস্তারিতভাবে আলোচনা করা হলো।

পদের নাম-অঙ্গনওয়াড়ি কর্মী ও হেল্পার।

শূন্য পদের সংখ্যা-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের মোট শূন্য পদ রয়েছে ৬০০ এর বেশি।

শিক্ষাগত যোগ্যতা-চাকরিপ্রার্থী ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ হলে আবেদন করতে পারবেন।

বয়স সীমা-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

অভিজ্ঞতা-এই সমস্ত পদে মহিলাদের স্থানীয় ভাষা জানতে হবে এবং এছাড়াও অন্যান্য অভিজ্ঞতা অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানতে পারবেন।

আবেদন প্রক্রিয়া-যে সমস্ত আগ্রহী চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমে বাঁকুড়া জেলার সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তি ডাউনলোড করুন তারপর এ৪ মাপের ব্যাপারে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি প্রিন্ট আউট করুন। তারপর যথাযথ তথ্য দিয়ে নির্ভুলভাবে আবেদন পত্রটি পূরণ করুন। এরপর একটি মুখ বন্ধক আমি অ্যাপ্লিকেশন ফর্মটি এবং প্রয়োজনীয় নথিপত্র জেরক্স করে স্পিড পোস্টের মাধ্যমে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।

আবেদনের তারিখ-আগামী ২৫ জুলাই ২০২৪ তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং আবেদন পত্র আগামী 16 আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত চলবে।

নিয়োগ প্রক্রিয়া-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Official WebsiteBankura
Official NotificationNotification
Application fromFORM

1 thought on “নতুন করে রাজ্যজুড়ে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ। উচ্চ মাধ্যমিক পাস করা থাকলেই আবেদন করতে পারবেন শুন্য ৬০০+ আছে।anganwadi helper recruitment 2024 west bengal”

  1. Hi would you mind stating which blog platform you’re working with?
    I’m going to start my own blog in the near future but I’m having a difficult time choosing
    between BlogEngine/Wordpress/B2evolution and Drupal.
    The reason I ask is because your layout seems different then most blogs and I’m looking for something unique.

    P.S Apologies for getting off-topic but I had to ask!

    Reply

Leave a Comment