Big NEWS_প্রাথমিক টেটের ইন্টারভিউ দেখুন কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন।Required Documents for Primary TET Interview

প্রাথমিক টেটের ইন্টারভিউ দেখুন কি কি ডকুমেন্টস নিয়ে যাবেন।Required Documents for Primary TET Interview

Required Documents for Primary TET Interview

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ষষ্ঠ দফার ইন্টারভিউ এর তারিখ ঘোষণা করা হলো ইতিমধ্যে যার অফিসিয়াল বিজ্ঞপ্তি উইবসাইটে  প্রকাশ পেয়েছে। অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে ষষ্ঠ পর্যায়ের ইন্টারভিউ মূলত শুধুমাত্র বর্ধমান জেলার চাকরিপ্রার্থীদের নেওয়া হবে‌। কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে এবং আরো বিস্তারিত জানতে নীচে পড়ুন।

Join Our WhatsApp Group Click here
Join Our Telegram Group Click here
Join Our Facebook Page Click here

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জানা হয়েছে যে প্রাইমারি টেটের ষষ্ঠ দফার ইন্টারভিউ ও আপটিটিউ  শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। তবে এই পড়বে শুধুমাত্র পূর্ব বর্ধমান জেলার চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে সেক্ষেত্রে নির্ধারিত তারিখ গুলি হল- 

  • ২৩-০২-২৩
  • ২৪-০২_২৩
  • ২৭-০২-২২
  • ২৮-০২-২৩   ও 
  • ০১-০৩-২৩।

যে সমস্ত ডকুমেন্টস এই দিন নিয়ে যেতে হবে সেগুলি হচ্ছে-

  • টেট এর এডমিট কার্ড
  • টেট উত্তীর্ণ হওয়ার নথি প্রিন্ট করা।
  • মাধ্যমিকের এডমিট কার্ড অথবা জন্মসংসাপত্র
  • মাধ্যমিকের মার্কশীট।
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট।
  • স্নাতক পাসের মার্কশিট।
  • বি এড /ডিএলএড/ বিএড কোর্সের মার্কসিট।
  • ভোটার কার্ড বা আধার কার্ড।
  • নিজের স্বাক্ষরযুক্ত পাসপোর্ট সাইজের ফটো।
  • জাতিগত   পত্র।
  • এক সার্ভিসমেন্ট সার্টিফিকেট যদি থাকে ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে শংসাপত্র।

বিশদ আরো ভালোভাবে মেলাতে অফিসার বিজ্ঞপ্তি পড়ুন।

PRIMARY TET INTERVIEW REQUIRED DOUMENTS

OFFICIAL NOTICE –HERE

গোটা ইন্টারভিউ চলবে সিসি ক্যামেরায় নজরবন্দি যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে ইন্টারভিউ দিবেন তাদের বিশেষ সতর্ক থাকতে হবে কারণ আপনি সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবেন এবং সম্পত্তি পর্ষদ সভাপতি বলেন অত্যন্ত স্বচ্ছতার সাথে ট্রেনের ইন্টারভিউ পরিচালিত হচ্ছে এবং এই ষষ্ঠ দফার ইন্টারভিউ নিয়ম নীতি মেনে সম্পূর্ণ  করা হবে।

Leave a Comment