Gds Cut Of 2024
সারা দেশব্যাপী ভারতীয় ডাক বিভাগে জিডিএস পদে কর্মী নিয়োগের আবেদন পর্ব প্রায় শেষের দিকে যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করেছেন তারা প্রত্যেকে প্রায় আশা নিয়ে বসে আছেন এবং জানতে ইচ্ছুক ভিডিও সে কত Cut Off হতে পারে। আজকে সে বিষয় নিয়ে নিচে আলোচনা করা হলো।
মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে (GDS merit List 2024)
এই পোস্টে যে সমস্ত চাকরিপ্রার্থী আবেদন করেছেন তাদের বেশিরভাগই প্রশ্ন করে যে কবে মেরিট লিস্ট বেরোবে। অফিসিয়াল ভাবে কোন নির্দিষ্ট তারিখ এখনো প্রকাশ করা হয়নি তবে পূর্ব-বছর 20 দিনের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ করেছিলেন ভারতীয় ডাক বিভাগ। তাই ধারণা করা হচ্ছে আবেদন পর্ব শেষ হওয়ার 20 দিনের মধ্যে মেরিট লিস্ট প্রকাশ হতে পারে।
কাট অফ কত হতে পারে। Gds Cut Of 2024
ভারতীয় ডাক বিভাগ Gds পদে Cut Off প্রায় সবসময় অনেক হয়ে থাকে ৮০ থেকে ৯০ কিংবা ৯৯ অব্দি কাট অফ পর্যন্ত হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রে সার্কেল অনুযায়ী কাট অফ নির্ধারণ করা হয় যেমন কোন সার্কেলে যদি বেশি আবেদনপত্র জমা হয় তাহলে সে সার্কেলে কাট অফ বেশি হয়ে যায় এবং যে সার্কেলে কম আবেদন পত্র জমা হয় সেখানে কাট অফ কম মাত্রায় হয়।
Gds মেরিট লিস্ট কি ভাবে Download করবেন। Gds merit list Download in Pdf
যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করেছেন এবং মেরিট লিস্ট প্রকাশ হলে কিভাবে জানতে পারবেন তাহলে আপনাকে সর্ব প্রথম ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট প্রতিনিয়ত ভিজিট সেখানে সার্কেল ওয়াইজ একটি মেরিট লিস্ট অপশন থাকবে সেটি খুলে গেলেই আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারবেন।
আগ্রহী এবং ইচ্ছুক চাকরি প্রার্থীদের আমাদের তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা আপনারা যেন এই পথে নিযুক্ত হতে পারেন। এবং এরকম প্রতিনিয়ত চাকরির খবর পেতে অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন।
www.indiapost.gov.in |