ভারতীয় ডাক বিভাগে সুপারভাইজার পদে নিয়োগ। যোগ্যতা শুধু মাধ্যমিক পাস-Indian Post Supervisor Recruitment-2023

Indian Post Supervisor Recruitment-2023-Selector-Post name-Educational Qualification-Age Limit-Application Process-Last Date- Official Notification. 

ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি বেরিয়েছে যেখানে ন্যূনতম যোগ্যতার ভিত্তিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরিপ্রার্থী যদি ভারতীয় নাগরিক হয়ে থাকে তাহলে আবেদন জানাতে পারবেন এবং সাথে কোন আহামরি যোগ্যতার প্রয়োজন হবে না। বিস্তারিতভাবে নিচে আলোচনা করা হলো।

Indian Post Supervisor Recruitment-2023-Selector-Post name-Educational Qualification-Age Limit-Application Process-Last Date- Official Notification.

নিয়োগ মাধ্যম-ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে এই নিয়োগ করা হবে। Ministry of communications department of posts.

পদের নাম-ভারতীয় ডাক বিভাগের এই নিয়োগ প্রক্রিয়ায় যে পদের জন্য নিয়োগ করা হবে সেটি হল টেকনিক্যাল সুপারভাইজার।

শিক্ষাগত যোগ্যতা-যে সমস্ত চাকরিপ্রার্থী এই পদে আবেদন জানাতে ইচ্ছুক তাদের ন্যূনতম যোগ্যতা মাধ্যমিক পাস থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বিশেষ কর্ম অভিজ্ঞতা থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট পদে ডিগ্রি কিংবা ডিপ্লোমা করা থাকলেও আবেদন করতে পারবেন।

প্রার্থীর বয়স সীমা-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন 1/7/23 এর হিসাব অনুযায়ী ২২ থেকে ৩০ বছরের মধ্যে বয়স হতে হবে।

আবেদন পদ্ধতি-যে সমস্ত চাকরিপ্রার্থী এখানে আবেদন করবেন তাদের অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে-

*সর্বপ্রথম অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্রটি প্রিন্ট আউট করে নিতে হবে।

*তারপর ওই আবেদন পত্রটি ভালোভাবে পূরণ করতে হবে।

*আবেদনপত্রে সিগনেচার এবং অবশ্যই পাসপোর্ট সাইজের রঙ্গিন ফটো সেটা দিতে হবে।

*সবশেষে আবেদনপত্র সহ আপনার যাবতীয় ডকুমেন্টস খামের ভিতরে ভরে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে দিতে হবে।

আবেদনের সময়সীমা-আগ্রহী প্রার্থী এখানে আগামী ১৬-৯-২০২৩ তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন।

ভারতীয় ডাক বিভাগের এই নিয়োগ সম্পর্কে আরো ভালোভাবে জানতে নীচে দেওয়া অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন।

Official Notification –Click Here

More Jobs- Click Here

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *