পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে লাইব্রেরিয়ান কর্মী পদে নিয়োগ ! Apply Online

West Bengal Librarian Recruitment-2022 !!

পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর  চাকরিপ্রার্থীদের জন্য একটি নিয়োগ সম্পূর্ণ হবে ইতিমধ্যে যার আবেদন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে আবেদন গ্রহণ করা হবে  । আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এই নিয়োগ প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে ও মেয়ে অভয় আবেদনযোগ্য নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ তথ্য বিস্তারিত জানার জন্য নিচে দেওয়া আলোচনাটি ভালভাবে পড়ুন 

POINTS_

  • Qualification 
  • Age Limit:
  • Application process
  • Documents
  • Application Date Line
  • Selection Process 

West Bengal Librarian Recruitment-2022, পশ্চিমবঙ্গের 23 টি জেলা থেকে লাইব্রেরিয়ান কর্মী পদে নিয়োগ ! Apply Online



Qualification : আপনি যদি এই চাকরি নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী হয়ে থাকেন তাহলেলাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য আপনাকে সর্বপ্রথম যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে লাইব্রেরী সাইন্স এ ডিপ্লোমা কিংবা স্নাতকোত্তর করা থাকতে হবে নিয়োগে অগ্রাধিকার পেতে।


Age Limit:পশ্চিমবঙ্গের এই লাইব্রেরিয়ান পদে আবেদনের ক্ষেত্রে একজন প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18- 39 বছরের প্রার্থী এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন

Application process : সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন এর লিঙ্ক এ ক্লিক করবেন। এখানে নিয়োগের জন্য আবেদন করতে হবে পুরোপুরি অনলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদন অর্থাৎ Apply Online এর লিঙ্ক এ ক্লিক করলে একটি পেজ খুলে যাবে। সেখানে প্রথমে নিজের প্রাথমিক কিছু তথ্য অর্থাৎ নাম, মোবাইল নম্বর ও ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর অনলাইন ফর্ম ফিলাপ এর ক্ষেত্রে লগইন হয়ে যেতে হবে এবং নতুন আরেকটি পেজ খুলবে। নিজের নাম, বাবার, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ও অন্যান্য আরো কিছু তথ্য দিয়ে ফর্ম ফিলাপ এর পর ডকুমেন্ট আপলোড এর অপশন পাবেন যেখানে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলি আপলোড করে দিয়ে আবেদন ফি জমা করে সবার শেষে সাবমিট এ ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করবেন।

Documents: যে সমস্ত ডকুমেন্টস আবেদনের সময় লাগবে সেটি নিচে উল্লেখ করা হলো

  • মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • স্নাতক পাশের সার্টিফিকেট
  • ভোটার কিংবা আঁধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট যদি থাকে
  • কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
  • নিজের রঙিন পাসপোর্ট ফটো
  • নিজের একটি সিগনেচার
  •  লাইব্রেরিয়ান কোর্স এর সার্টিফিকেট
  •  ও স্নাতকোত্তর পাশের সার্টিফিকেট যদি থাকে ইত্যাদি


Application Date Line: এই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন আগামী 05/05/2022 তারিখের মধ্যে।


Selection Process ;এখানে নিয়োগের  ক্ষেত্রে কোনরকম রকম লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে। অর্থাৎ সরসরি প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই করে লাইব্রেরিয়ান কর্মী পদে নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রার্থীরা আবেদন করার পর তাদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। সেখানেই তাদের কিছু প্রশ্নকরণের মাধ্যমে সার্বিক ভাবে যাচাই করে নম্বর দেওয়া হবে। এবং সর্বশেষে শিক্ষাগত যোগ্যতার নম্বর ও ইন্টারভিউয়ের নম্বরের ভিত্তিতে একটি মেরিট লিস্ট তৈরি করে নিয়োগের প্যানেল প্রকাশ করে সেই অনুযায়ী হবে কর্মী নিয়োগ। নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করবে নিয়োগ করে সংস্থা ওয়েস্টবেঙ্গল লাইব্রারিয়ান রেক্রুটমেন্ট 


আপনি যদি এই চাকরিতে আগ্রহী হয়ে থাকেন এবং একটি সরকারি চাকরি খুঁজতেছেন তাহলে নিচে দেওয়া অফিশিয়াল নোটিফিকেশন টি ভালো করে পড়ে তারপরে এপ্লাই করবেন 


West Bengal Librarian Recruitment-2022


Apply Online –CLCK HERE

Official Notification –CLICK HERE


Leave a Comment