Primary TET Updates -2014 ! 2017! Qualified Certificate /Interview

Primary TET  Updates -2014 ! 2017! Qualified Certificate /Interview 

এবার পশ্চিমবঙ্গের খুব দ্রুতই প্রাইমারি টেটের নিয়োগ (Primary TET 20 14 & 2017 ) প্রক্রিয়া সম্পন্ন করে আবারও নতুন করে পশ্চিমবঙ্গে প্রাইমারি টেট পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এ বছরের মধ্যেই । পশ্চিমবঙ্গ প্রাইমারি শিক্ষা পর্ষদ  (WBBPE ) এর তরফ থেকে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। যেখানে পর্ষদের তরফ থেকে বলা হয়েছে 2014 টেট পাস করা চাকরিপ্রার্থীর সকলকেই টেট পাস সার্টিফিকেট দেওয়া হবে। এবার থেকে 2014 প্রাইমারি টেট পাস চাকরিপ্রার্থীর ও 2017 নতুন টেট পাস চাকরিপ্রার্থীদের একসঙ্গে ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাকা হবে। এবং যেসব চাকরিপ্রার্থী এবার চাকরি পাবে না তাহলে সার্টিফিকেট পেয়ে যাবে এবং যেটা লাইফটাইম ভেলিডিটি (Validate )থাকবে। এবং ইতিমধ্যে 2022 এর (Primary TET-2022)  নোটিফিকেশন বার প্রবল সম্ভাবনা রয়েছে 

Primary TET  Updates -2014 ! 2017! Qualified Certificate /Interview


মাধ্যমিক শিক্ষা পর্ষদ এর সূত্রের খবর আগামী কিছুদিনের মধ্যেই রাজ্যে PRIMARY 2017 টেট পাস চাকরিপ্রার্থী ও PRIMARY  2014 টেট পাস চাকরিপ্রার্থীদের হাতে পর্ষদ এর তরফ থেকে সার্টিফিকেট তুলে দেওয়া হবে এবং খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে দিতে চাইছে পর্ষদ। সূত্র মারফত জানা গেছে আগামী মে মাসের মধ্যেই পর্ষদ এর তরফ থেকে নতুন টেট পাস চাকরিপ্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করে দিয়ে রাখছে আবারো নতুন করে টেট পরীক্ষা নেওয়ার পরিকল্পনা শুরু করেছে পর্ষদ এমনটাই খবর


তবে যদি 2017 টেট পাশ প্রার্থীদের টেট সার্টিফিকেট প্রদান করা হয় 2014 পাশ প্রার্থীদের সঙ্গে, তবে তাদের একসঙ্গে ইন্টারভিউ নেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মূলত এতেই সংশয় প্রকাশ করছেন রাজ্যের নতুন Primary 2017 টেট পাশ প্রার্থীরা। কেননা, তাদের নিয়োগ সম্পূর্ণ আলাদা। Primary TET 2014 এর সঙ্গে Primary TET 2017 এর তুলনা করা যায়না, কোনো সম্পর্ক নেই তাদের মধ্যে। তবুও কেনো 2017 দের সঙ্গে 2014 রা ইন্টারভিউ তে অংশগ্রহণ করবেন এ নিয়েই ক্ষোভ উগড়ে দিচ্ছেন 2017 টেট পাশ প্রার্থীরা। ইতিমধ্যেই রাজ্যে 16500 শূন্যপদে নিয়োগ করা হলো 2014 টেট পাশেদের এবং 2014 সালের টেট পাশ করার পর থেকে এখনও নিয়োগ হচ্ছে। যদি এমনটা ঘটে তবে রাজ্যে যে নতুন টেট (Primary TET 2022) নেওয়ার কথা বলেছিল তারই বা ভবিষ্যৎ কোথায়।


এদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি (President Of WBBPE ) মানিক ভট্টাচার্য জানিয়েছেন এ বছর প্রাথমিক শিক্ষক নিয়োগে কোনরকম খামতি রাখা হয়নি তাই নিয়োগ প্রক্রিয়া থমকে যাওয়ার কোনো কথাই উঠছে না। ইতিমধ্যেই রাজ্যে প্রচুর পরিমাণে প্রাইমারি শিক্ষক শূন্যপদ ফাঁকা রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে টেটের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে দেওয়ার সঙ্গে সঙ্গে রাজ্যে আবারও নতুন করে 2022 এ টেটের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ।


Primary TET  Updates -2014 ! 2017! Qualified Certificate /Interview 


OFFICIAL WEBSITE –CLCIK HERE

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *